Image View
Text View
Font Size
সন্দেশ
অগ্নিকাণ্ড
নেত্রকোনার আটপাড়ায় গোয়ালে আগুন লেগে দুটি গাভি, দুটি ছাগলসহ ১৫-২০টি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব মিলিয়ে ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির। গত শুক্রবার রাতে উপজেলার দুওজ ইউনিয়নের চারিগাতীয়া গ্রামে কৃষক আজমত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। গত রোববার দুপুরে আজমত উল্লাহর ছেলে রিয়াজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। মশা তাড়াবার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আটপাড়া প্রতিনিধি
নির্বাচনী সমাবেশ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার বিকেলে কদম দেওলী সরকারি প্রাথমিক বিদালয়ের মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাহতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রসুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, সাহতা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
বারহাট্টা প্রতিনিধি
মাদক প্রতিরোধে বই জামালপুরের সরিষাবাড়ীতে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে যুবকদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ি এলাকায় শতাধিক ছাত্র-যুবকদের হাতে সামাজিক সচেতনতামূলক বই তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা, হাফিজুর রহমান, মোস্তফা জামান, মীর হেলাল, মনসুর আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বেকার সমস্যাসহ নানাবিধ কারণে যুবসমাজ বর্তমানে মাদকাসক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। বইপড়ার অভ্যাস গড়ে তুললে সামাজিক অবক্ষয়ের হাত থেকে তরুণ-যুবকদের রক্ষা করা যাবে।
সরিষাবাড়ী প্রতিনিধি